স্বপ্ন নাকি সত্যি
স্বপ্ন নাকি সত্যি

1 min

161
যে মধু পানের আশায়
ভ্রমরেরা ঘুরছে পদ্মের চারপাশে
আমার জন্য সে দ্বার খুলে দিয়েছো
তুমি অকৃপনতায়
এলোকেশী চুল যেন এই ইঙ্গিত
জানান দেয় বারবার
বিবেক হারিয়ে আবেগের চোখে
দেখি সম্মুখে তুমি
স্বপ্ন নাকি সত্যি এই বিড়ম্বনা কাটতেই
অনুভবি তোমার স্পর্শ
চরিত্র হারানোর ভয়ে পিছিয়ে যেতে
আটকে গেলো পা
কাল রাত্রির পূর্বেই
মধুচন্দ্রিমার স্বপ্ন চোখে
তোমায় করলাম চরিত্রহীন।