পুরনো স্মৃতি 🍂
পুরনো স্মৃতি 🍂
নিত্যনতুন খে ধরে যতই চলে সময়,
বন্দি খাঁচার বন্দিনী টা দিতে শিখে অভয়।
ফুরিয়ে যায় ভালোবাসা সময়
হলে পার,
শুরু আর শেষ প্রকৃতিতে এই
দুটির কারবার।
রেশ ধরে চলি যতই নিত্য নতুন ঠিকানায়,
সময় এলে ফেলবে কখন আধিক্যের দোটানায়।
শেষ হয়ে যাবে শুরু হওয়া গত
গভীরতর প্রীতি,
দাগ হয়ে যাবে জলন্ত ক্ষত হয়ে জাগবে তখনই
পুরনো স্মৃতি।
*
