STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Classics Others

4  

Nityananda Banerjee

Abstract Classics Others

পুরাণ

পুরাণ

1 min
359

সৃষ্টির রহস্য এক পুরাণ আঠারো ,

ব্রহ্মাণ্ডের অণ্ডকোষ শ্যামলা ধরণী,

তেরোটি পার্বণ যার মাস সংখ্যা বারো,

সৃষ্টি স্থিতি প্রলয়ের বিশল্যকরণী ।


অষ্টাদশ পুরাণের হিন্দু মহাসভা,

বৌদ্ধ জৈন বৈষ্ণবের মিলন মন্দির,

ধর্মতত্ত্ব রাজ্যপাট বিচ্ছুরিত প্রভা,

ইতিহাস মানবের সমর সন্ধির ।


সংকলক বেদব্যাস রচয়িতা তিনি,

সর্গ প্রতিসর্গ বংশ বংশানুচরিত ,

মন্বন্তর আদি যথা রচে চিন্তামণি,

পুরাতনী গাথা কিন্তু নহে তর্কাতীত ।


সঠিকার্থে ইতিহাস নহেকো পুরাণ,

তথাপি সে 'মিথ' আজো ভরিছে উড়ান।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract