STORYMIRROR

Abhijit Halder

Abstract Classics Fantasy

3  

Abhijit Halder

Abstract Classics Fantasy

পথে হল দেরি

পথে হল দেরি

1 min
367

যদি চলার পথে

কিছু কথা বলতে গিয়ে

পথে হয়ে যায় দেরি,

প্রকৃতি কে দেখতে গিয়ে

মনের মাঝে সাজিয়ে ফেলেছি

অজানা কত বইয়ের পাতাকে।

একদিন এই বই -এর পাতা খুলতে গিয়ে

নজর কেড়েছে একটা অজানা ছবি

পাহাড়ি ঝর্ণার বুক থেকে

বয়ে চলেছে জলরাশির স্রোত

ভাসিয়ে নিয়ে চলছে

মনের সমস্ত চাওয়া পাওয়া কে।

উষ্ণ মরুভূমির বালি দেখে

মনে হয়েছে মরীচিকার ছবি

উটের পিঠে চলতে গিয়ে

পার করে ফেলেছি জীবনের ভূমি

বালুঝড়ের মুখে পড়েছি যখন

বুঝেছি তখন কারাগারের খবর।

গোলাপের পাপড়ি থেকে

সুরভী খুঁজেছি কত

হঠাৎ ঝরো বাতাস এসে

গ্রীষ্মের উষ্ণ রোদে

জীবন হারিয়ে গেছে,

নষ্ট করেছে তাকে।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract