পর্যটন
পর্যটন
1 min
310
মনের কোণে অজস্র অভিলাষ,
খুঁজে বেড়াই চৌকাঠের বহির্জগৎ,
অনুসন্ধানের নেশায় বুঁদ হয়ে থাকে মন,
আপন ক'রে নিই অজান্তেই পর্যটন।
কখনও পাহাড়, কখনও বা সমুদ্র সৈকত,
মনের দোরে অমোঘ ডাক দিয়ে যায়,
বেড়িয়ে পড়ি দুর্নিবার আকর্ষণের টানে,
উপভোগ করি মনেপ্রাণে পর্যটনের মাঝে।
দুঃখের মাঝে এক চিলতে সুখের হাতছানি,
জীর্ণতার মাঝে রঙিন স্বপ্নের ইতিকথা,
খড়কুটোর মতো আঁকড়ে ধরি পর্যটন,
আবারও ফিরে পাই অনাবিল তৃপ্তিময় মনন।