প্রতীক্ষা
প্রতীক্ষা
দাঁড়িয়ে আছি সব সময় অন লাইন,
কখন ও কাজ, কখন ও ফেসবুক, হোয়াটস আপ-
লিখতে না লিখতে উত্তর এসে যায়। অডিও ক্লিপ
জমা করতেই লাইক লাইক, একগুচ্ছ কমেন্ট।
মনে পড়ে চিঠি লিখতাম তোমায়,
নীল ঘাম আর হাল্কা সবুজ হাতে তৈরী পাতায়,
ফাউন্টেন পেনে যখন লিখতাম, মনের কথা মুক্তো
হয়ে রইত সেই লেখায়।
উত্তর আসতো বেশ দেরীতে, দিন গোনা তার।
লেটার বাক্সটা বারে বারে দেখা। তারপর যেদিন
হাতে আসতো চিঠি, মনে হত নোবেল পেলাম।
একটা একটা অক্ষর বারে বারে মনে প্রানে।
এখন ভুলে গিয়েছি প্রতীক্ষার, ইমোজিতে এখন
সব মুড চেনা। চটপট উত্তর। চিঠিরা হাওয়ায় উড়ে
গেল ‘না ফেরার’ দেশে। কোথাও আমি অপেক্ষায় আজ ও
তোমার সেই মন গলানো একটা চিঠির আশায়।

