প্রতিদানে
প্রতিদানে
প্রতিদানে
মানিক চন্দ্র গোস্বামী
মহীরুহের শরীর জড়িয়ে যে গুল্ম লতা বাড়ে,
পরজীবী নাম দিয়েছি তারে।
বেঁচে আছে পরের সুধায়, যতদিন আছে দান,
লালন পালন বন্ধ হলে পাবেনা পরিত্রান।
শেষ হতে পারে গুল্ম জীবন
ক্রোধ বহ্নিতে পুড়ে,
দয়ার শরীর, হাসিমুখে বাড়তে দিলো তারে।
প্রথম প্রথম আদুরে ছোঁয়ায়
জড়িয়ে ছিল স্নেহে,
উজাড় করে ভালোবাসায় ধন্য হলো দোঁহে।
দিন যত যায়, শাখা প্রশাখায়
পুষ্টিতে ওঠে বেড়ে,
স্নেহের ছোঁয়া কঠিন রূপে আষ্টেপৃষ্ঠে ধরে।
জীবনের শুরু অপরের কাঁধে
এলিয়ে দিয়ে মাথা,
সুযোগ বুঝে অমান্য করে শরণার্থীর প্রথা।
মহীরুহের বয়স বেড়েছে, শক্তিহীন ক্রমে,
আলো, বাতাস, পুষ্টির অভাব,
জীবন জ্যোতি থামে।
নিজের ঘরেই বন্দি হয়ে কাটছে শেষের বেলা,
ঝোড়ো হাওয়া ভাঙ্গে ক্ষীণকায় দেহ,
বাড়ছে মনের জ্বালা।
আশ্রিত আজ মধ্য গগনে,
রূপ, রস, রঙে মজে,
আশ্রয় দাতা ন্যুব্জ শরীরে মরণের দিশা খোঁজে।
