প্রতিদান
প্রতিদান


কাজলক্লিষ্ট চোখের জন্য হালকা রঙিন
জলের ভিটেয় টান পড়ে যায় তাই কোরামিন
একটু শুঁকুন, আর বাকিটার লক্ষ্য সঠিক
গুছিয়ে নিলেই বেশ নিরাপদ সবকটি দিক
সকাল বেলায় হাত জোড়ো আর দণ্ডবতের
নিয়ম সহজ যদিও সেসব শাস্ত্রমতের
ঢোক গিলে নিন এই সমাজের ধার্য দিনেই
এমন শাস্ত্র আসছে, কোথাও কারচুপি নেই
দম দিলে সব কঙ্কালেরাও ঠিক ছুটে যায়
মানুষ তখন স্বভাব দোষেই ঘর সামলায়
বেশ ছিল সেই কাজলক্লিষ্ট চোখের চাদর
সব অধিকার বিলিয়ে নেহাত স্পর্শকাতর
চল বুঝে নিই সেই বিপদের গোড়ায় গলদ
ফের জীবনের শেষকালে নয় হোক শোধবোধ
শোবার ঘরেও সব দোকানির চায়ের দোকান
জলের সঙ্গে গুলিয়ে রাখছে সব প্রতিদান