প্রতিবিম্ব
প্রতিবিম্ব


আত্মঅহমিকার অক্ষরেখা ধরে হাঁটতে
হাঁটতে,হৃদপিন্ডটা ছুঁয়ে যায়,
বিদ্বেষের বিষুবরেখা.....
সেই বিষুবরেখা আবার, এফোঁড় ওফোঁড়
করে দিয়ে যায়,সম্পর্কের মধ্যরেখা.....
বিশ্বাসের দ্রাঘিমাগুলোয় ফাটল ধরায়,
সেখানে মাথা তুলে দাঁড়ানো
অকৃতজ্ঞতার আগাছাগুলো.....
শিকড় ছড়িয়ে এগিয়ে চলে তারা,
সমস্ত ঋণ,দায়বদ্ধতা আর সহানুভূতির আস্তরণ
ছেদ করতে করতে.....
ফাটল বেয়ে চুঁইয়ে পড়া ভদ্রতা,কমনীয়তাকে
নিমেষেই বিষবাষ্প করে দেয়,
ঔদ্ধত্যের অগ্নিজিহ্বা.....
প্রতিনিয়ত বাড়িয়ে চলে সম্পর্কের দ্রাঘিমাংশ....
কৃতঘ্নতার নীল জলে স্নান করে
হঠাৎ চমকে ওঠে অবয়বটি,
এ কার প্রতিবিম্ব!......