প্রতিবিম্ব
প্রতিবিম্ব


আমার আকাশ, একলা ধূসর,
মন খারাপের গান।
তোমার আকাশ, আগুন রাঙা ,
মুক্ত দেশের সোপান।
আমার লেখা, ছন্নছাড়া ,
যুক্তিহীনের প্রলাপ।
তোমার কথায়, বজ্র বাঁধন ,
দগ্ধদিনের প্রতাপ।
আমার আমি, পথ হারানো ,
নেই ঠিকানার পথে।
তোমার তুমি, একলা লড়ো ,
ঝড় বাদলের রাতে।
তোমার লড়াই, রাজার সাথে,
ভাঙা গড়ার খেলায়।
আমার কলম, স্বপ্ন খোঁজে
বাঁচতে চাওয়ার আশায়