STORYMIRROR

Latifur Rahman

Action Inspirational Others

3  

Latifur Rahman

Action Inspirational Others

প্রতিবাদ

প্রতিবাদ

1 min
179

মানুষ প্রতিবাদী হলে খুব মুস্কিল।

কেউ নেমে আসে রাস্তায়,

প্লাকাড ফেস্টুনে ছেয়ে যায় বুক।

কেউ তুলে নেয় কলম,

আগুন জ্বালায় শব্দের বানে।

কেউ রঙ তুলির আঁচড়ে,

বীভৎসতা আঁকে মুখ।

মানুষ প্রতিবাদী হলে মুস্কিল,

ঘরকুনো নারীর কি করার আছে?

ছেড়া অন্তবাস, রজঃস্বলা কাপড়,

উলংগ রাস্তায় অলিতে-গলিতে,

টাংগিয়ে রেখে রেখে নাপাক করে ক্ষমতা,

আর কিভাবে মানুষ প্রতিবাদ করে?

নিঃলজ্জ ক্ষমতাবান সেই অন্তবাস সরিয়ে সরিয়ে,

যখন টিকে রাখে ক্ষমতা,

তাহলে কি সব মানুষ প্রতিবাদের জন্য

উদোম শরীরে একদিন দাঁড়াবে?

সেদিন কি লজ্জিত হবে ক্ষমতা?



Rate this content
Log in

Similar bengali poem from Action