STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance

প্রথম প্রেম

প্রথম প্রেম

1 min
346

মনে পড়ে প্রিয় আজও সেই

প্রথম দেখার মধুর ক্ষণ,

মনে পড়ে প্রিয় আজও তোমার

সেই উদাসী চোখের চাউনি,

মনে পড়ে প্রিয় আজও

প্রথম প্রেমের অনুভূতি,

মনে পড়ে প্রিয় আজও

প্রথম উষ্ণ পরশ যা হৃদয়ে

জাগিয়ে ছিল শিহরণ,

মনে পড়ে প্রিয় আজও

গোধূলি আলোকে সাক্ষী রেখে

একসাথে পথ চলা,

মনে পড়ে প্রিয় আজও সবাই কে

লুকিয়ে তোমায় মনের কথা বলা,

মনে পড়ে প্রিয় আজও তোমার

লেখা দুকলি কবিতা পাঠ,

যার প্রতিটি ভাষা ছিল

তোমার মনের অনুভূতির

গভীরে মিশে যাওয়া,

মনে পড়ে প্রিয় আজও তোমার

কথা ভেবে কেটে গেছে কত বিনিদ্র রাত,

মনে পড়ে প্রিয় আজও তোমায়

লেখা প্রথম প্রেমের চিঠি,

যে.... চিঠির প্রত‍্যেক অক্ষরে

লেখা ছিল শুধুই ভালোবাসি,

কিন্তু প্রথম প্রেমের ঠিকানা যে

হলোনা আমার জীবনে

প্রেমের শেষ ঠিকানা!

সে.. যে.. রয়ে গেল মনের গোপন

কুঠুরিতে হয়ে কাহিনী অজানা,

উপসংহারের শেষ পাতাটা যেন

নিয়ে এল এক বিষাদময় বার্তা,

প্রথম প্রেম বুঝি এ.. ভাবেই নীরবে

নিভৃতে থেকে যায় মনের গোপনে,

পায়না সে.... পূর্ণতা।




Rate this content
Log in

Similar bengali poem from Abstract