প্রথম প্রেম
প্রথম প্রেম

1 min

477
ছিল সে আমার, উত্তরে দক্ষিণে
আমার পূর্বে, আমারই পশ্চিমে
কাজের বেলায়, অলস অবসরেতে
খাঁ খাঁ দুপুর, নিঝুম মধ্যরাতে
উথল কথায়, অচেনা সঙ্গীতে।
মনে হয়েছিল, প্রেম বুঝিবা চিরন্তন
প্রথম প্রেমের আবেগ! ছিল না নিয়ন্ত্রণ
ভুল ছিল সবই, ছিল সে দিবা স্বপন।