প্রথম_ও_শেষ_প্রেমের_পরিণতি
প্রথম_ও_শেষ_প্রেমের_পরিণতি


প্রথম প্রেম আবেগের বশে হয়,
শেষ প্রেম ভালবাসতে শেখায়।
হাজার ভুল থেকে প্রেমের জন্ম,
নিরবতা থেকেই ভালবাসা মর্ম।
আবেগ বশত ভুলের ন্যায়,
প্রথম প্রেমে বিবাদের সৃষ্টি হয়।
শেষ প্রেমে ম্যাচিউরিটি আশায়,
একে অপরকে বুঝতে শেখায়।
প্রথম হোক বা শেষ...
বিবাদ সব প্রেমেই থাকে।
ভালোবাসা শুরু হয়...
হাজার বিবাদের ন্যয়।
প্রথম প্রেম সময় দেয়,
ভালোবাসা না।
শেষ প্রেম ভালোবাসা দেয়,
সময় না।
সময়ের সাথে সাথে...
দূরত্ব বাড়তে থাকে।
একে অপরের প্রতি...
দায়িত্ব কমতে থাকে।
প্রথম প্রেমের পরিণতি...
শিক্ষালাভ, নিজেকে ভালোবাসা।
শেষ প্রেমের পরিণতি...
একে-অপরকে ভালো রাখা।