STORYMIRROR

Latifur Rahman

Romance Others

3  

Latifur Rahman

Romance Others

প্রশ্ন এঁটেছি?

প্রশ্ন এঁটেছি?

1 min
227


আমি কি কখনো প্রশ্ন এঁটেছি?

কেন বারেবারে একগাদা নিখাঁদ প্রমাণ,

বগলদাবা করে বেড়াও সারাদেশ,

আমার সন্মুখের মাঝে,

উন্মোচন কর পরতে পরতে।

কাঠগড়ায় দাঁড় করাও,

আসামির সাজে।

চোখের সামনে জল-জল করে উঁচে ধর,

ঝরঝর করে চোখের জল কাদামাখা কর,

কেন শংকিত হও বারেবারে?

গগনের কোনে একফালি চিলতে ঘনশ্যাম,

মেঘের মতো,

ঘুটঘুটে আঁধারে ঢেকে ফেল মুখ,

আমাবস্যা টেনে আনো,

অসময়ের ক্ষণে,

একথালা চাঁদের পূর্ণিমার,

সুনামির বানে।

নিরুপায় হয়ে কেন বল?

আমি তোমায় নিষ্পাপ ভালোবেসেছি।

আমি কি কখনো প্রশ্ন এঁটেছি?

নাকি আমার সংশয় অহ-নিশি,?

দিবারাত্রি, সারা প্রহর জুড়ে?

নাকি অশুদ্ধ প্রেম ভরে

আছে তোমার হৃদয় জুড়ে?

এতকাল বাদ আজ কেন,

খুড়ে, খুড়ে সেই প্রশ্নের মুখোমুখি,

কর তোমাকে?

এতকাল পুড়ে পুড়ে,

সহস্র ক্ষতে ক্ষতে জর্জরিত হয়ে হয়ে,

এখনো কেন প্রমাণ কর হাজির,

কেন তবে বল?

তোমায় নিষ্পাপ ভালোবাসি।

আমি কি কখনো প্রশ্ন এঁটেছি


Rate this content
Log in

Similar bengali poem from Romance