প্রোপোজ ডে
প্রোপোজ ডে


প্রতিটি প্রেমই একটা নিজস্ব উঠোন খোঁজে,
স্নিগ্ধ ভালোবাসা ছুঁতে চায় পরিপূর্ণতা -
ভিড় ঠেলে এগিয়ে চলে সম্পৃক্ততার লোভে।
আবেগসিক্ত গোধূলির আদরে আবেশ সঞ্চার,
অলক্ষ্য ইঙ্গিতে প্রশ্রয়ভিখারী হৃদয়ের উচ্ছ্বাস,
অনুভূতিদের বৃষ্টি নেমে আসে কবিতার পাতায় -
আর ধুয়ে দিয়ে যায় লিখে রাখা প্রতিটা অক্ষর;
অনুচ্চারিত শাশ্বত শব্দরা মাতাল করে অস্তিত্ব।
ঠোঁটের ব্যারিকেড ভেঙে উচ্চারিত "ভালোবাসি",
ঐকান্তিক আশকারায় মনবারান্দা পেতে চায়
সবটুকু আবদার আর অভিমানের ছাড়পত্র;
ভালোবাসার প্রস্তাবে জেগে থাকে আরশিনগর।
আবেদনপূর্ণ নিবেদনে ভরুক মনের আকাশ,
ভালো রাখার বাসনাতে ভালোবাসার প্রকাশ।