প্রণয়
প্রণয়
প্রণয়
মানিক চন্দ্র গোস্বামী
কুয়াশায় ভরা জটিল জীবন পথে,
বিস্ময় মাখা গোধূলির রাঙা রথে,
এগিয়ে চলা একদিন হবে শেষ;
জীবন খাতার শেষের পাতায়,
অন্বিত হবে নিছক অভিনয়,
জেগে রবে অন্ধকারে অমানিশার রেশ।
অনুভবে রইবে শুধু অন্তিম নিঃশ্বেস।
সরল মনে প্রেমের অনুরাগে,
মন ছুটে যায় পাগলপারা বেগে,
রঙিন স্বপ্নের নিত্য যাওয়া আসা;
রবির জ্যোতি, চাঁদের আলো,
সোহাগী মনে আবেগ ঢালো,
বিশ্বাস থেকে বেড়ে ওঠে প্রত্যাশা,
ভালোবাসা মূল্যটি পায় হারালে ভালোবাসা।
হারিয়ে গেলে কেউ নেবে না খোঁজ,
চেনা মুখগুলি অচেনা হবে রোজ,
শুষ্ক গোলাপ সুবাস হারিয়ে যায়;
পড়বে তারই দু'ফোঁটা চোখের জল,
কেঁপে ওঠা হাতের ছোঁয়া প্রাণের সম্বল,
শেষের দিনেও সে রইবে অপেক্ষায়,
ভালোবাসা বদ্ধ রবে প্রাণের সীমানায়।
চোখের পলকে প্রিয়ার ছবি ভাসা,
প্রেমের ইন্দ্রজালে জাগে অহংকারের নেশা,
মনের মাঝে কল্পনা আনে ভয়;
অবিশ্বাসী পরাণে কুন্ঠা জমে,
বিষণ্ণতায় হতাশার মেঘ নামে,
প্রিয়ার চোখে বিষাদের ছবি ছায়,
ভালোবাসার যন্ত্রনা যে অগোচরেই ধায়।

