প্রমিস ডে (নীরব প্রতিশ্রুতি)
প্রমিস ডে (নীরব প্রতিশ্রুতি)


কথাদের মেয়াদ ওই ঠোঁটের সীমানা টুকুই,
নির্বিকার বাষ্প হয়ে উড়ে যায় উচ্চারিত শব্দ -
মনের কোণে দপ করে আশার আলো জ্বেলে
হঠাৎ করেই আবার অন্ধকারে হারিয়ে যায় কেউ।
কত কথাদের কথা কেউ রাখেনি আজও!
ভালোবেসে শক্ত করে হাল যদি না ধরতে পারো,
তবে থাক না প্রেমের খেয়া নোঙর করা বন্দরে।
জেনো, সম্পর্ক ও গুরুত্ব পরস্পর সমানুপাতিক,
কখনও বা দূরত্বেও গল্প লেখে অবাক বন্ধন....
দু'টি হৃদয় কথা রাখে শান্ত প্রতিশ্রুতির আবদারে,
কথা রাখে শুধু অন্তহীন আগলে রাখার বর্ষণে
ভরসার মিঠে গন্ধের রেশ থেকে যাওয়া অবধি,
কথা রাখে আদুরে আবদারের শেষ ওম পর্যন্ত;
ছন্দহীন জীবনও নতুন করে খুঁজে নেয় সুখ
প্রিয়তমার কাজলে লেখা কথা রাখাদের ছোঁয়ায়।
মনের গভীরে জেগে থাকুক ভালোবাসার নীরব প্রতিশ্রুতি,
পাশে থাকার অঙ্গীকারে ভালো থাকুক বসন্তমাখা অনুভূতি।