পরম প্রিয়জগন্নাথ
পরম প্রিয়জগন্নাথ
প্রশ্ন করেছে এঞ্জেল, উত্তর তো দিতেই হবে আমার,
আমার প্রিয় তো আছেন অনেকেই, আমি প্রিয় কার !
এ নিয়ে এঞ্জেলের মতোই, কোনো চিন্তা নেই আমার।
মোটে পাঁচ জন প্রিয়কে, বাছার পালা এবার সবার !
ভাবছি, কাজটা সবার জন্যেই সহজ হওয়া দরকার।
মা-বাবা যে প্রিয় সকলের কাছেই, এ তো জানা কথা,
স্বামী-স্ত্রীও যেন হয় প্রিয় পরস্পরের, না হলেই ব্যাথা।
আর সন্তান যেমনই হোক না কেন, প্রিয় তো বটেই,
পাঁচ গুণতে যদি থাকে বাকি,নিয়ে নিও একজনকেই।
হতে পারেন তিনি বন্ধু তোমার, অথবা তিনি জগন্নাথ!
গোপাল কিংবা মধুসূদন দাদা হলেও বেশ চমৎকার !
কোনো ঝড়ে কিংবা হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই,
অসংকোচে না বলতেই, ধরবেন যিনি তোমার হাত ।
শালগ্ৰাম শিলা হলেও কিন্তু কোনোরকম ক্ষতি নেই,
মনের কথা তোমার, উনি শুনবেন মনযোগ দিয়েই ।
পরম প্রিয় পাঁচ জনের স্থান যেন থাকে হৃদয় মন্দিরে,
তারপরেও ভালোবাসা বিলিয়ে দিতে পারো সবারে !
শুধুই বিদ্যা নয়, আনন্দটাও দান করলে কিন্তু বাড়ে,
দেখিই না আমরা, কে কত বেশি ভালোবাসতে পারে !
