STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

3  

Ratnadeep Pramanik

Abstract Romance

প্রিয়তমা মৌসুমী

প্রিয়তমা মৌসুমী

1 min
214

পরিচয়ের আড়ালে অপরিচিত থেকে যাচ্ছ| এবার বলছো, 'আর নয়'! শুনতে পেলে,

মৌসুমী? পায়ের ছাপ অস্থির, ছায়া এগিয়ে আসছে আমার দিকে; শব্দহীন হাঁটছে কেউ|

দেওয়ালগুলো ভেঙে পড়ছে, একি! সবকিছু পুরোনো হয়ে যাচ্ছে কেমন; মৌসুমী,

ফিরে আসছো কি তুমি? আসতে তুমি, এমনিও! নিরুপায় তুমি, আমার নাগরিক টান,

কি করে করতে অবহেলা? তুমি রাতেই আসবে, এসো; আলো নিভে গেলে, আলো শুষে ফেলে!

তারপর যেও না চলে; আঘাত করে না দেওয়ালের গায়ে, তোমার শারীরিক ছায়া মাটির ওপর;

ভেসে আছে যে জোৎস্নার মতো, আমার অমাবস্যা বুকে| ভীষণ ছায়া তুমি, আবছা মৌসুমী|

কেন তাকিয়ে, দূরের অন্ধকারগুলো, এখনো? কি দেখছে ওরা? তোমায়? অস্পষ্ট তুমি, মিথ্যে!

দৃষ্টি আমার হারিয়েছে ছায়ায়! দায়ী, লুকোচুরি মৌসুমী! রাতে আসবে? জানি, কেন রোজ রাতে,

তবু বিছানায় ছটফট করি আমি? ডেকে-ডেকে হয়রান, ম্লান হই? ভয় হয়, মৃত্যু না ছুঁয়ে ফেলি!

এরপরও কি বলবে, 'আর নয়'? মৌসুমী, নয় আর লুকোচুরি; ধরা দাও, বলো, কৈ তুমি, ছায়া ধরণী?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract