প্রিয়বন্ধু
প্রিয়বন্ধু


থাকলে তুই আমার সাথে
আমার আমি, থাকে আমাতে...
হৃদয় আমার প্রকাশ করি, সহজ সততাতে।
তোর সাথে ভাগ করি আমি আমার ভাবনাকে
অন্তরে যা লুকিয়ে থাকে, মুক্তি যে দিই তাকে।
তুই থাকলে সঙ্গে, আমি আমি হয়েই থাকি
আমার শক্তি, দুর্বলতা... দিইই না কিছুই ফাঁকি।
আশা- নিরাশায়- ভালবাসায়, আমাকে নিয়েই আমি
তুইই আমায় বুঝিয়ে দিলি...আমি কতই দামী!