প্রিয় বন্ধু
প্রিয় বন্ধু
তোর মত বন্ধু খুঁজে পাওয়া শক্ত,
যে গভীরভাবে আমার অন্তরকে করেছে স্পর্শ।
তুই আমায় দিয়েছিস নির্ভিকতা,
জীবনের পথে এগিয়ে যেতে অবিরত,
কঠিন সময়ে ধরেছিস হাত, যখন হৃদয় হয়েছে কম্পিত।
আমি জানি তুই সদাই আছিস পাশে,
যতই থাকিসনা অন্তরালে।
বিপদ আসলে হাত বাড়ালেই পাবো তোকে ছুঁতে,
তোর ভালবাসা ও সমর্থন দেয়নি আমায় ভেসে যেতে।
হাজার কাজের ব্যস্ততায়,
তুই রেখেছিস আমায় মনে,
যখনই ডেকেছি তোকে,
তুই দিয়েছিস সাড়া অবিলম্বে।
তুই ফুটিয়েছিস হাসি আমার মুখে,
যখন জীবন ছিল ডুবে বেদনার অন্ধকারে।
তোর বন্ধুত্ব আমার জীবনের শ্রেষ্ঠ উপহার,
তাই আজ লিখছি এই কবিতা,
তোকে জানিয়ে অন্তর থেকে ধন্যবাদ!
