প্রিয় বান্ধবী....
প্রিয় বান্ধবী....
তোর ঠোঁটের কোনে মিষ্টি হাসি
থাকত সবসময় লেগে,
বান্ধবী বলতে তোর নামটা মুখে
আসতো সবার আগে,
আমাদের বন্ধুত্বের বন্ধন ছিল খাঁটি
তাতে ছিলনা কোন খাঁদ,
যখনই হাত বাড়াতাম ঠিক পেয়ে
যেতাম তোর হাত।
হাসি, মজা, খুনসুটিতে ভরা ছিল
এ জীবন,
মুক্ত পাখির মত নীল আকাশে ডানা
মেলে উড়ে বেড়াত মন।
এখন মন চায় ফিরে পেতে সেইসব
ফেলা আসা দিন,
তোর সাথে কাটানো সময় গুলো আজও
হয়ে আছে স্মৃতিতে রঙিন।
অন্যায় করলে শাসন, ভুল করলে
ঠিকটা বোঝানো, সমস্ত বিপদ থেকে
আমাকে আগলে রাখা,
তোর চোখ দিয়েই হত আমার
জগৎটাকে দেখা।
এই জীবনে এসেছে অনেক বান্ধবী
কিন্তু তোর মত পাইনি কাউকে,
তুই যে আমার মনের একান্ত আপনজন,
তুই আছিস আমার সমস্ত হৃদয় জুড়ে।
সময়ের স্রোতে আজ আমাদের
পথ হয়েছে ভিন্ন,
তবে বন্ধুত্বের শিকড় আছে মনের
অতল গভীরে গাঁথা, সে যে কখনও
হবেনা ছিন্ন।
নাইবা হলো থাকা আগের মত কাছাকাছি,
তুই আমার এবং আমি তোর প্রিয়
বান্ধবী হয়েই আছি।

