প্রেমের পলাশ
প্রেমের পলাশ


বলছি
এমন মনমুগ্ধকর দৃষ্টিতে তাকিও না;
আমার হৃদয়পটে প্রেমের বন্যা বয়ে যায়,
এই যে বলছি শুনছো
এমন চোখধাঁধনো শাড়িতে পোজ দিও না;
তখন তোমায় দেখলে ফেরারী মন ঠিকানা খুঁজতে চাই,
বলছি মাইরি
এমন কাজলকালো নয়নে নজর ফিরিও না;
এই অন্ধচোখ; তোমার চোখে দৃষ্টি খুঁজে পায়,
জানো এমনভাবে
হাতে হাত রেখে জীবনানন্দের বনলতা হয়ে পাশে বসনা;
এই মন; এই শরীর; চিরদিন তোমার হতে চায়।