প্রবাহ
প্রবাহ


যে নদী চর ভাঙে ,
সেই বাঁধে ঘর,
নোঙর ছিঁড়ে নৌকো ফেরে ,
মাঝি ফেরে না ঘর।
বেহিসেবের হিসেব রাখে
বুড়ো মহাকাল,
দিগন্তে মিলিয়ে যায়
সপ্তডিঙার পাল।
আজকের পর কাল গিয়েছে,
পরশু গেলো বাড়ি।
গাঙের জলে ভেসে এলো,
বেনারসী শাড়ি।
বেহুলার ভেলা পথ হারিয়েছে,
আবর্জনার ভিড়ে,
নদী বয়ে গেছে,
লখিন্দর আজও আসেনি ফিরে।