প্রার্থনা
প্রার্থনা


একটা খোলা আকাশ দিও প্রভু,
আর একমুঠো ঝলমলে রোদ।
পেটে দুটো ভাত কম দিও তবু,
দিও মনুষ্যত্বের বোধ।
জনসংখ্যা যদিও কোটি ছাড়িয়েছে,
মানুষ বড়ই কম।
মানবিকতা যদি নাই থাকল,
বৃথা এই মানব জনম।
একটি গাছের ছায়া দিও,
আর মন জুড়ানো হাওয়া।
আর কিছু তো চাইনা প্রভু,
শুধুই মানুষ হতে চাওয়া।