প্রার্থনা
প্রার্থনা
নিজের সঙ্গে একলা থাকার নির্ভরতা দাও।
দু’চোখের দৃষ্টি ভেঙে আলিঙ্গনের সত্তা দাও।
আকাশ থাক আমার বুকে এক ফালি মেঘ দাও।
ঘাস মাটি উর্বর করতে পারি দু’হাতে অস্ত্র দাও।
দু’হাত প্রার্থনার অঞ্জলিমুঠোতে মাথা নিচুর জলাঞ্জলিতে
সমাজ উদ্বিগ্ন করে ভয়ের পাহারার নিঃশ্বাসে যেন বাঁচতে না হয়
বরংচ জীবনব্যাপী মৃত্যুর উঠোনে নিঃসঙ্গতার সংসার দাও।
কথা দিলাম তুলে আনবো বিশ্ব সংসার এক ছাদের তলানিতে
বিনা রক্ত পাত জেহাদে কবিতা সংগীতের শব্দের গুছোনিতে
শুধু কলমের কালিতে কালিতে ছলাৎ দাও ।