STORYMIRROR

MD ROBIUL ALAM

Romance Tragedy Classics

3  

MD ROBIUL ALAM

Romance Tragedy Classics

প্রাক্তন  (দ্বিতীয়)

প্রাক্তন  (দ্বিতীয়)

1 min
221

***(শ্রদ্ধেয় কবি জয় গোস্বামী-র 

প্রাক্তন কবিতার অনুপ্রেরণায়)***


অভ্যেস সব বদলে গেছে 

নাকি আছে আগের মতোই 

মাথার ভিতর রং পেন্সিল 

কাঁথার ভিতর পেন খাতা বই


ওইটুকু এক তক্তপোষে 

কৌতূহলী সাম্রাজ্যময় 

কাগজ কলম, ভাতের থালা 

একসাথে শোয়, আড়ামোড়া খায়


কি সব যেন পছন্দ তার 

পোড়া বিকেল, বারুদ গন্ধ,  

একগুঁয়ে সব তারই মতোই 

একলা প্রেম , অন্তর দ্বন্দ্ব 

ঘর কুনো সব তারই মতোই


ওইটুকু এক কুঁড়ে ঘরে 

আমার জায়গা কোথায় ছিলো 

ওরাই তো সব বিস্তীর্ণ,  

ওদের রাজ্য, খেয়ালখুশি 

আমি কেবল এক কোনে এক 

অন্ধকারে ছদ্দবেশী,


থাকলেও বা করতাম কি 

রোদ্দুরই তো পথ পায় নি ! 

মেঘ বৃষ্টি ফোটায় ফোটায় 

বিন্দু বিন্দু বাতাসের গায় 

ধীরে ধীরে আকাশ নামে 

মাটির আলগা বুকে,

ঢেউপ্রেম ফুলে ওঠে সমুদ্রময়  

দিন ফুরালে, শেষের বেলায় 

তোমার হবে কে 


চমকে ওঠে ঘুমের ঘোরে 

ঘুম পরে আর অন্ধকারে 

এখনো কি আগুন জ্বলে

শক্ত করে বুকের ভিতর 

জড়িয়ে রাখে কে তাহলে 

আকাশ ভরা হতাস জীবন

হাই তুল্লে কে বুঝে নেয় 

কে তাহলে ফুঁ দিয়ে দেয়

ফোস্কা পড়া চোখের পাতায় 

আদর করে বলতে থাকে 

কষ্ট হচ্ছে বুকের ভেতর 

কষ্ট হচ্ছে বুকের ভেতর?


Rate this content
Log in

Similar bengali poem from Romance