STORYMIRROR

Paula Bhowmik

Romance Inspirational Others

3  

Paula Bhowmik

Romance Inspirational Others

পিপাসা

পিপাসা

1 min
222

আমার ছোট্টো ছোট্টো চাওয়া সব তোমায় ভালবেসে,

যা কিছু মোর পাওয়া তাও তোমায় ভালোবেসে।

খুঁজেছি অনেকদিন টেলিফোন ডাইরেক্টরি মন দিয়ে,

খুশি থেকেছি তোমার গল্প কবিতা নিয়ে।

শুনেছি একমনে তোমার গান গাওয়া

গান শুনেই ভুলেছি আমার যতো চাওয়া পাওয়া।

খুঁজেছি তোমার মুখ এই পৃথিবীর হাটে, মাঠে, ভীড়ে,

স্বপ্ন অনেক দেখেছি তোমায় মনে করে।

ক্লান্ত হইনি, হেঁটেছি, গেছি দূরে, অনেক দূরে ! 

বহু পথ আরো রাজি আছি যেতে, তোমাকে খুঁজতে, 

ভালোবাসা পেতে, দূর হতে আরো বহুদূরে।

তোমায় ভালোবেসেই পেয়েছি হারানো শক্তি ফিরে,

মেলাতে চেয়েছি আমার সুর তোমারই ঐ সুরে।

নিজের মনকে চিনেছি ভালো করে, 

জানি আমি, খুঁজি না আসলে মানুষের মুখ ঐ ভীড়ে, 

দেখতে চাই শুধুই ভেসে ওঠা মন ঐ হৃদয় ফুঁড়ে। 

সমুদ্রের মাঝে খুঁজে ফিরি আমি সেই শান্ত দীঘীটিরে, 

যেখানে অনন্ত পিপাসার জল পাবো ফিরে ফিরে। 

মরিচিকার মতন ভালোবাসা আমায় দেখায় স্বপন, 

যায় নিয়ে ভুলিয়ে নিজের থেকে আরো বহুদূরে। 

তোমায় ভালোবেসে আজ নিজেকে পেরেছি ভুলতে, 

তোমায় দেখতে পাই যেন তাই সব কিছুতে। 

তবু মনে বুঝি থাকে একটুখানি ফোঁটা ফোঁটা সন্দেহ, 

পেয়েছি কি আমি তোমার একটুখানি স্নেহ ! 

তাই ফিরে পেতে একেবারে পুরোপুরি ঐ বিশ্বাস, 

চলবো ততদিন, যতদিন চলবে আমার শ্বাস। 

জানি দূর হতেই তুমি ঠিক জোগাবেই আশ্বাস ! 

যতোই খুঁজি অথবা তোমায় পেয়ে যাই, 

তবু মিটবেনা জানি আমার ভালোবাসবার আশ। 



Rate this content
Log in

Similar bengali poem from Romance