পিছুটান মন
পিছুটান মন
1 min
671
কোন একদিন,
এই চেনা শহরের ভিড়ে
আমাদের হাত ধরে
হেঁটে যাওয়ার কথা ছিলো.....!
যেদিন,
নীল শাড়ীতে পুজোর আলোয়,
আমার মেরুন শার্টের আস্তিনটাতে
তোর ঠোঁট গোলাপের দাগ ছিলো......!