ফুলদানি
ফুলদানি


একটা নক্সা করা সাদা ফুলদানিতে
রংবেরঙে সাজিয়েছি কিছু ফুল ;
করমচা লাল রঙে রঙিন তীব্র বাসনা ।
গাঢ় নীল রঙে নীলাভ ঈর্শা ।
বাসন্তী হলুদে খুশি ঝলমলিয়ে ফুটেছে ।
পাওয়া গুলো শ্যাওলা সবুজ ।
কেন ?
তবে কি " যাহা পাই তাহা ভুল করে চাই " ?
ভ্রমর আসে গান শোনাবো বলে ,
ফুলেরা লুকোচুরি খেলতে বায়না ধরে ;
লাল নীল হলুদ সবুজ লুকোচুরি খেলা করে
ভ্রমরের সাথে ।
পরাগ মিলন হয় ; গর্ভ সঞ্চার হয় না ।
বাসী ফুল বৃন্ত থেকে ঝরে পরে ।
একটা নক্সা করা সাদা ফুলদানিতে
রংবেরঙে সাজিয়েছি কিছু ফুল ।।