ফ্রেন্ড রিকোয়েস্ট
ফ্রেন্ড রিকোয়েস্ট
ফ্রেসবুকে যেদিন প্রথম নতুন
একাউন্ট খুলা হলো,
মৌমাছির ঝাকের মতো
রিকোয়েস্ট এর খেলো।
প্রথম সেদিন ভরকে গেলাম
হচ্ছে এসব কি?
আমার আইডি খুললাম তাতে
অন্য কারো কি?
আমি খুললাম আমার ইচ্ছা
কে থাকবে এতে এড?
এত্তো টুং টাং আসার কি মানে!
করছে আমায় স্যাড!
বুঝিনি তাই কতগুলো কে
এক্সেপ্ট ও করে নিলাম,
বিনিময়ে আমি আজেবাজের
কিছু ফাউলের স্বীকার হলাম।
গাধার মতো কি করেছি
ভেবে যায় এখন নিজে,
ফ্রেন্ড রিকোয়েস্ট কেসটা
এখন গেছি ভালোমতো বুঝে।
__ꨄ︎__
ইচ্ছা
