ফিরে দেখা
ফিরে দেখা


ফিরে দেখা সেই যে
সোনার দিনগুলি,
একমুখী সময়ের অভিঘাতে
আজ তারা অতীত৷
রয়ে গেছে শুধু স্মৃতিটুকু হয়ে,
কত না ভাবাবেগের ঘাত-প্রতিঘাত সয়ে!
যতই মন চায় না কেনো
আর তাকে যাবে না তো ছোঁয়া,
জ্বলে গেছে হুতাশন, ফেলে গেছে কিছু ছাই
আর কিছু বিবর্ণ ধোঁয়া৷
তবু আজও পড়লে মনে
সে মধুর স্মৃতি,
ওষ্ঠ প্রান্তে ফুটে ওঠে
মৃদু এক হাসি৷
অতীতচারী হয়ে ওঠে
তখন যে মন,
ফিরে পাওয়ার সে অভিযান
স্মৃতির গুপ্তধন!