STORYMIRROR

Latifur Rahman

Romance Others

3  

Latifur Rahman

Romance Others

ফিরে আসা

ফিরে আসা

1 min
291

অজস্র ঝুঁকি আর ঝঞ্ঝা মাথায় নিয়ে,

এই যে তুমি ফিরে আসো , সংকোচ তুড়ি মেরে,

তোমার শেষ আবির্ভাব,

হোক তা জন্মান্তর কাল,

আমার অপেক্ষার, নিয়ম ভেংগে।

নিপীড়ন আর বিবেকের তাড়নার সাথে,

যুদ্ধে যুদ্ধে ক্লান্ত তুমি এতকাল,

মনন আর ইচ্ছেগুলো তোমার,

বন্দিদশা থেকে মুক্তি পেয়ে,

সেই আগের মতো এখনো,

কম্পিত ঠোঁট যায়নি ভুলে,

আমাকে আজো বলছ,

ভালোবাসি।

এক কোটি গল্প জমেছি বুকের ভিতর,

আমার অপেক্ষা গুলো ক্লান্ত বদনে,

ফিরে আসে হররোজ, শুন্য হাতে।

আর তুমি বন্দিশালায় আটক,

জানালার ফাঁক দিয়ে আকাশ দেখ,

পাখি হতে ডানা খুঁজে বেড়াও,

তোমাকে আবদ্ধ করা,

দেয়ালের খাজে খাজে।

তুমি ফিরে আসা মানে।

যেন জগৎ ফিরে আসা।

অস্তমিত রক্তের শিরাগুচ্ছ কোলাহলে,

মুখরিত করেছে, আমার বুকের সব কোণায়,

তোমার একটা মুখের আদল দেখার জন্য,

আজ বুঝতে পারছি, এতটা তৃষ্ণার্ত,

ছিলো আমার বুকের মরুময় জমিনের সব বালুকণা। 


Rate this content
Log in

Similar bengali poem from Romance