STORYMIRROR

Manik Goswami

Inspirational Others

3  

Manik Goswami

Inspirational Others

ফেরিওয়ালা

ফেরিওয়ালা

1 min
182


ফেরিওয়ালা আমি, বিক্রি করি দৈনন্দিন জিনিস,

স্বল্প পুঁজির স্বাধীন ব্যবসা, দারিদ্র অহর্নিশ।

পথে পথে সারাদিন ঘুরি, গলি থেকে রাজপথ,

দশ দুয়ারে ঘুরেই জেনেছি গ্রাহকের মতামত।

কত উপদেশ, টিপ্পনি কত, কেউ বা শোনায় কথা,

কেউ বা আবার মজার মানুষ, করেন রসিকতা।

বিক্রি কিছু হোক বা না হোক, নিম্নমুখী লাভ,

দামের পারা উর্ধমুখী, মেনেই নিয়েছি অভাব।

তবু, চেষ্টা করে কথার ছলে ক্রেতার মনে ঢুকি,

দুটো চারটে বিক্রি হলেই পরমানন্দে থাকি।

অনেক সময় বাড়িতে বসেই কিংবা ট্রেনে, বাসে,

হাঁক দিয়ে মাল বিক্রি করি, দুটো পয়সার আশে।

বিক্রি বাটা ভালো হলে পয়সা আসে কিছু,

আশা রেখেই পথে ঘাটে ছুটছি টাকার পিছু।

লড়াই মোদের জীবনের সাথে, বাঁচার ইচ্ছে আছে,

সংসার জানি ভরসায় বাঁচে, বিলাসিতা করা মিছে।

হার তো কভু মানব না তাই মনের জোরে ঘুরি,

শপথ নিয়েছি হাজারো কষ্টেও করবো না জোচ্চুরি।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational