ফেরারী মন ধন
ফেরারী মন ধন
মেঘেদের সাথে পাল্লা দিয়ে উড়ে যেতে চায় যে আমার এই অবুঝ ফেরারী মন।
সময়, সুসময় অথবা দুঃসময় কিছুই বোঝেনা সে,
বায়না করে তো যখন তখন।
জানিনা তো, কোন সে তাঁতির ঘরে বোনা,
এমন গামছা, যা দিয়ে বাঁধা যায় মন।
মাকড়সার জালের চেয়েও সুক্ষ কোন সূতা সে,
বানায় তেমন সূতা কোন জন !
নিজেকেও নিজে, চিনতে কোথায় পারে যে সে ?
এই আমার অবুঝ ফেরারী মন।
মাঝে মাঝেই যায় হারিয়ে কোন সে দেশে !
কিই বা কাকে কখন যে সে
কেমন করে ফেলেই শেষে ভালোবেসে।
বোঝেনা তো নিজের ভুলে ভুলে হারিয়ে ফেলে,
ঝুলি থেকে যায় পড়ে মন, যেন কখন।
খুঁজে খুঁজে কেঁদে ফেরে মনের কোনের অলি গলি,
পরশ পাথর ভেবে কুড়োয় নুড়ি,
পরখ করেও চিনতে নারে, তক্ষুনি তা দেয় ফেলি।
মনটা নিজের ভালো করে চিনে রাখ্ তাইতো বলি,
হারিয়ে গেলেও সহজেই পেয়ে যাবি,
যদি তুই চিনে রাখিস তোর নিজের বুলি।
যতোই কেউ চেষ্টা করুক করতে নকল,
পারবেনা তো তুলতে ঘরে মাঠের ফসল।
অটল অবিশ্বাস পড়বে ফেটে হয়ে খান খান,
যদি দেখিস নিজের ঐ মুঠোর ধনের ভেতর আছে,
একটি মাত্র সোনার সে ধান!
করিসনি কোনদিনই তার যোগ্য সম্মান,
তাই তো হারায় মাঝে মাঝেই,
করেই ফেলে অবুঝ সে মন, বড় ই অভিমান ।
