STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

3  

Orpita Oyshorjo

Tragedy Fantasy Others

পহেলা ফাল্গুন

পহেলা ফাল্গুন

1 min
1.4K

শুনলাম কালকে নাকি পহেলা ফাল্গুন 

আমি তো বেশ ভুলেই গেছিলাম 

তুমি নেই তাই এসব আর মনে করে দেওয়ার কেউ নেই 

জানালার পাশে বসে কবিতা লিখেছিলাম 

হঠাৎ বাইরে তাকিয়ে আছি আনমনে 

কানে কানে কে যেন বলে গেলো কাল কিন্তু পহেলা ফাল্গুন 

আমাকে নিয়ে কবিতা লিখবে না 

তাই তো আমার এ কবিতা তোমাকে নিয়ে 

তোমার আমার দেখা এই পহেলা ফাল্গুনে 

আরসিএমসি এর করিডোরে 

সেদিন এমনি ভাবেই মনে ছিলো না পহেলা ফাল্গুন এর কথা 

দুজন দুদিকে দাড়িয়ে ছিলাম আর কি যেনো ভাবছিলাম মনে নেই 

ভুলে যাওয়ার রোগটা কেমন যেন ঝেঁকে বসেছে 

আচ্ছা তোমার মনে আছে তো লিফটে যাওয়ার সময় কি ভিড় টাই না ছিলো 

তুমি কি যেন মনে করে হাতটা বাড়িয়ে দিয়েছিল 

সেদিন লজ্জায় আমি লাল হয়ে গেছিলাম।

সেদিন এর পর থেকে তোমার আমার আর দেখা হয় নি কথা হয় নি 

একটা আচমকা ভালোলাগা ছিলো সেদিন সেই ফাল্গুনেই

তবে হয়তো সেটাই ছিল আমাদের শেষ দেখা শেষ ভালো লাগা


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy