পৌরুষবাদ
পৌরুষবাদ

1 min

641
ছেলেটার ভুল ছিলো ... ছিলো ;
জন্মদিনে প্রেমিকাকে কিছু দামী গিফট করেনি,
নিদেনপক্ষে গাড়িটা এনে লং ড্রাইভ , তাও নয়
কারণ সে বাবার গাড়িতে ফুটুনি মারে না ।
ফ্লাওয়ার বোকে এনে দিলে
মেয়েটি দূরে ছুঁড়ে ফেলে ।
থাপ্পর কষায় এক ছেলেটিকে ,
ছেলেটি বলে " ক্ষমা কর , ভালো গিফট আনবো । "
" আগে কান ধরে ওঠবোস কর । "
" আচ্ছা করছি " ...
আচ্ছা এটা কি প্রেম ?
নাকি যেটা বলতে পারছেন না
বা যেটা ছেলের ক্ষেত্রে বলা চলে না
সেই শ্লীলতাহানি হলো ছেলেটির ...
অ্যাল পৌরুষবাদ বলে কিছু হয় না , না ?