পাথর কুসুম
পাথর কুসুম


তুমি পাথর চিরে
এক নিটোল নারীর কথা ভাবছো
শব্দের প্রবাহ তোমাকে দিয়েছিলো কিছু গোপন কবিতা ।
ফুলের আঘাতে পাথরকে বলেছিলে
তুমি পবিত্র হও
দৃষ্টি নন্দন গঙ্গার রূপ নিয়ে ধরনীর বুকে নেমে এসো ।
তৃপ্তি বিধানে মলিন মাটি হোক আরো পাক।
তুমি পাথর ভেঙ্গে
এক সব হারানো সন্ন্যাসীর কথা ভাবো
উত্সঙ্গ কামনাবৃত তোমার শব্দের ভগ্নাংশে।