STORYMIRROR

Dola Bhattacharyya

Tragedy Others

3  

Dola Bhattacharyya

Tragedy Others

পাথেয়

পাথেয়

1 min
256


মৃতদের কোরো না অসম্মান। 

দুটো দিন আগেও, শরীরে তার 

ছিল যে প্রাণের স্পন্দন। 

অতি করাল মহামারীর নিষ্ঠুর গ্রাসে 

বিলীন হয়েছে তার প্রাণ। 

ওদের কোরো না অসম্মান। 

হয়তো, বড় অসময়ে এসেছে তার ডাক। 

জীবনের পূর্ণ পাত্র খানির 

স্বাদ গ্রহণে হয়েছে সে বঞ্চিত। 

হয়তো বা ছিল তার নাবালক সন্তান, 

প্রেয়সীর ব্যাকুল বাহুডোর, 

হয়তো বা প্রিয়তমের আকুল আহ্বান। 

বড় বেদনায় জীবন ছেড়ে গেছে তার হাত। 

ওদের কোরো না অসম্মান। 

অবহেলা নয়, শ্রদ্ধা সহকারে 

দিয়ে যাও অন্তিম সৎকার, 

যে যেমন চায়, কারো বা কবরের মাটি, 

কারো বা একটু আগুন, 

আর একটু সমবেদনা। বুক ভরা দীর্ঘশ্বাস খানি রেখো তার তরে একটু সময়। 

এটুকু পাথেয় হবে তার।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy