পাশ-ফেল
পাশ-ফেল
জীবনযুদ্ধের লড়াইতে
কেউ পাশ, কেউ ফেল,
কারো হাতে হাতকড়ি,
কেউ পায় আবার নোবেল।
কেউ বেঁচে পাশের আনন্দে,
কেউ বেঁচে ফেল করে;
আসল বীর তো সেইজন,
যে লড়াই করে হারে।
জীবনযুদ্ধের লড়াইতে
কেউ পাশ, কেউ ফেল,
কারো হাতে হাতকড়ি,
কেউ পায় আবার নোবেল।
কেউ বেঁচে পাশের আনন্দে,
কেউ বেঁচে ফেল করে;
আসল বীর তো সেইজন,
যে লড়াই করে হারে।