STORYMIRROR

Saibal Ray

Drama Tragedy Crime

5.0  

Saibal Ray

Drama Tragedy Crime

পাপ

পাপ

1 min
139

নদী বয়ে যায় সাগরে। বয়ে যায় তোমার পাপ। 

মহাকালের দরবারে অসীমের অভিশাপ। 

বিধাতা নামে ডেকেছিলে তারে। ডেকেছিলে বারবার। 

বিভেদের বীজ ছড়িয়েছিলে। করনি প্রতিকার। 

কাঁটাতার দিয়ে ঘিরেছিলে দেশ। গড়েছিলে সীমানা। 

সেই আয়োজনে হারিয়েছিল মানুষ ঠিকানা। 

সমবন্টন চাওনি তুমি। দেশে বা সমাজে। 

চেয়েছিলে শুধু ছড়ি ঘোরাতে চিকন মেজাজে। 

তোমার আয়োজন সফল। তবে চিরস্থায়ী নয়। 

ধর্মের নামে হিংসা যেন বন্ধ হয়।            



Rate this content
Log in

Similar bengali poem from Drama