STORYMIRROR

Paula Bhowmik

Classics

4  

Paula Bhowmik

Classics

ওমেগা থ্রী

ওমেগা থ্রী

1 min
259

রেশনের দোকানে যখন দেওয়া হতো রেপসিড,

লোকে করতো খুব ছ্যা ছ্যা ছি ছি !

রাইসব্র্যান তেলকেও একটা সময়ে,

অপছন্দ করতে আমি দেখেছি।


সেই রাইস ব্র্যান আর সরষের তেল আজ,

ভাই ভাই, দামেও প্রায় সমান সমান।

পামোলীন ত্যাগ করে লোকে এখন,

সয়াবিন তেল ও সানফ্লাওয়ার ওয়েল খান।


অথচ স্বাস্থ্যকর মার্জারিনের উৎস পামোলীন,

লোকে না খেলেও চপ-পেঁয়াজির কল্যাণে__

পামোলীনের দামও বাড়ছে দিন কে দিন।

রেপসিডের নাম আসলে ক্যানোলা, জেনে‌ নিন।


ওমেগা থ্রী আছে বলেই হয়তো দাম আকাশ ছোঁয়া,

এত কিছু না‌ জেনেই বাঙালী তো,‌ সর্ষের তেলকে,

বহুদিন আগে থেকেই আপন করে নিয়েছে__

আসল‌ কথাটা হলো,‌ শরীর বুঝে‌ খাওয়া।



Rate this content
Log in

Similar bengali poem from Classics