ওগো মোর নন্দিনী
ওগো মোর নন্দিনী
এসেছো তুমি রাতে, বসন্ত পূর্ণিমায়,
মায়ের কোল আলো করে,
খুশির হাট বসেছিল সেই জোছনায়,
তারারাও সামিল হলে পরে।
তোমার জন্য গোটা পৃথিবীটা আজ
নীলচে সাদা আলোয় ভরা,
তোমার জন্যই দুনিয়ার গাছে আজ
রঙীন ফুলের রঙ আরো চড়া।
তোমার জন্য তারারা আকাশে জ্বলে
মাটির কাছাকাছি জোনাকিরা,
সপ্তম সুরে গান গেয়ে যায় মাটির তলে
সারারাত জুড়ে ঝিঁঝিঁপোকারা।
হালকা চাল জানালায় দখিণা বাতাসে
ছুঁয়ে ছুঁয়ে সব পর্দা ওড়ায়,
স্বর্ণচাঁপার মিষ্টি গন্ধ সে বাতাসে মিশে
তোমার ঘর সুখে ভরায়।
পাখিরা গায় ঘুমভাঙানিয
়া সুরেলা সুর
ভোরের আলো গায়ে মেখে,
রাতেই দেখা পেয়েছে তাদের নতুন বন্ধুর
চাঁদ তারাদের চোখে চোখ রেখে।
সবুজে সবুজ নরম ঘাসে বিন্দু বিন্দু শিশির
টলমল করে সাদামুক্তোর মতন,
তোমার আসার খবরে জোয়ার উঠেছে খুশির
সবার মনের মাঝে তুমি অমূল্য রতন।
তোমার আসার খবর পেয়ে সূর্য নিজে
ঢালছে আজ গাঢ় সোনালী রোদ,
নদী দেখো কেমন কুলু কুলু ধ্বনিতে বাজে
তোমার আসায় পাহাড়িয়া ঋণশোধ।
জন্মদিনের শুভ-শুভেচ্ছা তোমায় দিলাম
ওগো প্রিয়তমা,ওগো মোর নন্দিনী,
তোমার আসার আশায় আশায় ছিলাম
বহুযুগ প্রতীক্ষায়, ওগো মোর নন্দিনী।