ও মা....-শ্যামশ্রী কর্ম্মকার
ও মা....-শ্যামশ্রী কর্ম্মকার
সারাটা বছর যায়,
রই আমরা তোমার অপেক্ষায়,
তুমি মাত্র আসো চারটিদিন-
এ যে বড়ই ক্ষীণ,
চোখের পলকে যায় কেটে সময়-
বিজয়া দশমী হঠাৎ করে এসে যায়।
ফিরে যাও তুমি সেই কৈলাশে-
মর্ত্যবাসী চোখের জলে ভাসে,
আবার ফিরে এসো মা,
দিয়ে তোমার সন্তানদের কান্না।।
