ন্যায়বিচার
ন্যায়বিচার


দেশের বিধান জ্বলছে দাউদাউ করে
আর কত? কত আর দেখবে নীরবে?
যেই দেশমাতাকে পূজো, করো প্রনাম চরণে
তার চিন্ময়ীকেই এতো অসম্মান মনোগহনে?
প্রান আজ স্তব্ধ, এ নৃশংসতা চূড়ান্ত
আসে কোথা থেকে এই আসুরিক বাড়বাড়ন্ত?
সত্ত্বা আজ অগ্নিকুন্ড, ভীষণ ছাড়খার...
বাতাস আজ ভারী, বয়ে চলে হাহাকার,
জেনে রাখো মানুষ - দিন কমছে তোমার;
বড়ই অপ্রিয় তুমি, ছাড়ো ধরণী এইবার!!!