মায়াবতী মোহিনী
মায়াবতী মোহিনী


চাঁদ বলে সূর্যেরে - রূপ আমার অধরা;
কভু বা জোছনাময়ী, কভু অমরাত্রে হারা|
সূর্য হাসে, কহে ওরে চাঁদ একি ঔদ্ধত্য?
এ নিজ আলো নহেরে, বৃথা অহংকারে তু্ই মত্ত|
দেখ শুধু আমারে - ত্বেজস্বী জ্বলন্ত;
ছারখার করি কিবা আলোকিত ব্রহ্মান্ড|
হাসে ধরা মিটিমিটি, জননীরূপিণী
সূর্য-চন্দ্রালোকে সে যে মায়াবতী মোহিনী!!