ন্যায়বিচার- পর্ব ১
ন্যায়বিচার- পর্ব ১


আমার কবিতা লেখা শহরে,
একদিন দূর্গা হয়েছিল যারা,
আজ তারাই, আদিম রীপুর আঁধারে,
হারিয়ে, হয়েছে আকাশে তারা।
তোমরা আলপনা আঁকা পায়ে,
লক্ষী রূপে করেছিলে যাদের বরণ।
নরপিশাচের কামনার থাবার ঘায়ে,
আজ তারা মৃত্যুকে করেছে আপন।
হয়তো পথে আবার নামবে মিছিল,
হয়তো আবার জ্বলবে মোমবাতি হাজার।
ন্যায়ের ফাঁদে বিচার তবুও অমিল,
তাই এসেছে সময়, আবার নতুন করে জাগার।