বিকাশ দাস

Fantasy

1  

বিকাশ দাস

Fantasy

ন্যাতা

ন্যাতা

1 min
428


কাপড় পুরনো হলে একটু আধটু ছিঁড়ে গেলে  

হঠাৎ চিড় ধরলে বা সুতোয় জট ধরলে   

দিও না ফেলে সময় নতুন দিলে   

পুরনো  

গুছিয়ে রেখো আলমারি বা আলনার পেছন কোন এক কোণে । 

 

একদিন  

আসতে পারে প্রয়োজনে পুড়লে কপাল অভাব অনটনে  

আজ তোমার কাছে পরিত্যক্ত দরকার না হলেও মনে  

কারোর দরিদ্রতার গায়ে লাগতে পারে লজ্জার নিবারণে । 

 

আজ তোমার ঘর উঠোনে  

শাঁখ ফুঁকে উলু মুখে ভাগ্যের বীজ উঠবে ফুটে নতুন ফসল কুটে  

ফিরবে নিরাময় সময় সুখতম দিন পুরোনো ফেলে নতুন আবরণে ।

 

একদিন  

গুছিয়ে রাখা বাতিল পরিত্যক্ত কাপড় কাল ন্যাকড়ার মর্ম জেনে  

তোমার ঘর মোছার কাজে লাগতে পারে রোজকার প্রয়োজনে ।


Rate this content
Log in