STORYMIRROR

Orpita Oyshorjo

Tragedy Others

3  

Orpita Oyshorjo

Tragedy Others

নতুন বছরের জয়গান

নতুন বছরের জয়গান

1 min
1.2K

শুনলাম কাল নাকি সবাই করবে 

নতুন বছর বরণ

আমি তো বেমালুম ভুলে গেছি 

তাই তো সবাই মিলে আমাকে 

করিয়ে দিচ্ছে সরণ

ভোরের রক্তিম সূর্যের আভা গায়ে মেখে সুখের উচ্ছ্বাসে

জোয়ার বয়ে চলে অবিরাম নতুন বছরের প্রভাতে;

উঠবে যে কাল নতুন সূর্য, উঠবে সবার হৃদয়ে সুখের তূর্য 

পুরনো বছর নিচ্ছে বিদায়

নতুন বছরে আমরা যেন হই সবার প্রতি সদয় 

ভুলে গিয়ে সব দুঃখ গ্লানি 

নতুন বছরে দুঃখকে দূর করতে হবে জানি 

সবাই যেন এক হয়ে রয় ভাসুক সবাই নতুন আলোয় 

নতুন হোক মঙ্গলময় ।

নতুন বছরে পুরনো সব কথা ভুলে  

গড়তে হবে সব নতুন করে 

যেখানে দেখবো অন্যায় 

উচ্চস্বরে করবো প্রতিবাদ

নতুনভাবে বাঁচবো সবাই তাই তো মানুষ হয়ে জন্মেছি ভাই

পুরনোকে যাবো ভুলে নতুন বছরকে স্বাগত জানাবো সাদরে ।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy